তিমির বনিক,নমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে আলোচিত অপহরণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। মঙ্গলবার (১৬ মে) দুপুর ১২ টায় রাজধানীর উত্তরার সেক্টর ৫ রোড নং ৩ ঢাকা হইতে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় অপহরণ মামলার আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেন৷
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এসআই সিরাজের নেতৃত্বে এএসআই আউয়ালসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে অপহরণ মামলার আসামি শাকিল মিয়াকে গ্রেপ্তার করেন।
জানা যায় গ্রেপ্তারকৃত আসামি শাকিল মিয়া উপজেলার বাছিরপুরের চাকাটিলা এলাকার নুরুল ইসলামের ছেলে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন প্রতিবেদককে বলেন, মামলা দায়ের এর ১২ ঘণ্টার মধ্যে অপহরণ মামলার আসামি ঢাকা হইতে জুড়ী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।
জুড়ী থানার মামলা নং ১ তারিখ ১৫/৫/২৩ ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৭/৩০ এর এজাহারনামীয় আসামি শাকিল মিয়া (২০)পিতা নুরুল ইসলাম ১৬/৫/২৩খ্রিস্টাব্দ তারিখে উত্তরা সেক্টর ৫ রোড নং৩ ঢাকা হইতে গ্রেপ্তার করা হয়। আসামি শাকিলকে আজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত অপহরণকারী আসামিকে কারাগারে প্রেরণ করেন।