![InShot_20240107_123223457](https://banglaexpressonline.com/wp-content/uploads/2024/01/InShot_20240107_123223457.jpg)
লাবিব হাসান, পটুয়াখালী:পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়াটিয়া বাসার আড়ার সাথে গলায় ফাস দিয়ে লাকী বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার সকাল ৭ টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। তার স্বামীর নাম মাসুদ দফাদার। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের বাসিন্দা এরা। চাকুরির সুবাদে রহমতপুর এলাকার ভাড়াটিয়া বাসায় থাকতেন।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.তায়েবুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
লাকী বেগমের স্বামী মাসুদ দফাদার জানান, তাদের সবার অগোচরে সে এমন ঘটনা ঘটিয়েছে। তবে পারিবারিক অশান্তির কথা স্বীকার করেছেন তিনি।
Drop your comments: