আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি। সাক্ষাতকালে দুইজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছেঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল্লাহ আলি আল হামুদি সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।
Drop your comments: