April 24, 2024, 11:30 pm

৭ জুলাই থেকে ফ্লাই দুবাইয়ের ২৪ রুটে ফ্লাইট শুরু, নেই বাংলাদেশ

  • Last update: Friday, June 26, 2020

আগামী ৭ জুলাই থেকে ২৪ রুটে ফ্লাইট শুরু করছে ফ্লাই দুবাই। জুলাই থেকে শুরু হওয়া ফ্লাই দুবাইয়ের ২৪ রুটে বাংলাদেশ নাই।

সরকারের অনুমোদনের সাপেক্ষে ফ্লাই দুবাই নিম্নলিখিত যে ২৪ টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে সেগুলো হলঃ অ্যাডিস আবাবা (এডিডি), আলেকজান্দ্রিয়া (এইচবিই), আলমাতি (এএলএ), আম্মান (এএমএম), বাকু (জিওয়াইডি), বৈরুত (বিইওয়াই), বেলগ্রেড (বিইজি), বুখারেস্ট (ওটিপি), ডুব্রোভনিক (ডিবিভি), এসফাহান (আইএফএন) , যুবা (জবিবি), কাবুল (কেবিএল), খার্তুম (কেআরটি), কিভ (কেবিপি), ক্রাকো (কেআরকে), লার (এলআরআর), নূর-সুলতান (এনকিউজেড), প্রাগ (পিআরজি), সরজেভো (এসজেজে), শিরাজ ( এসওয়াইজেড), সোফিয়া (এসওএফ), তিবিলিসি (টিবিএস), তেহরান (আইকেএ), ইয়েরেভান (ইভিএন)। এই তালিকায় বাংলাদেশের নাম নাই। কবে এই রুট চালু হবে তাও জানায়নি ফ্লাই দুবাই।

ফ্লাই দুবাই ঘোষণা করেছেন যে, ফ্লাই দুবাই ডটকমে প্রাথমিকভাবে ২৪ টি গন্তব্যের বুকিং করা যাচ্ছে।
ফ্লাই দুবাইয়ের চিফ কমার্শিয়াল অফিসার হামাদ ওবায়দল্লা বলেছেন: “আজ থেকে ফ্লাইটগুলি বুকিংয়ের  জন্য পা ওয়া যাচ্ছে এবং ৭ জুলাই থেকে ফ্লাইট শুরু হচ্ছে।

আমরা প্রাথমিকভাবে ২৪ টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছি এবং আমরা ক্রমাগত নেটওয়ার্কগুলিতে গন্তব্য এবং ফ্লাইট ফ্রিকোয়েন্সি যুক্ত করব এবং আমরা গ্রীষ্মের সময়কলা গন্তব্য সংখ্যা ৬৬টিতে উন্নীত করার আশা করি। এটি অবশ্যই নির্ভর করবে যে দেশগুলি আন্তর্জাতিক ভ্রমণ উন্মুক্ত করতে এবং গ্রহণ করতে সক্ষম হবে।”

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC