জনগণের চাপে পড়ে গণভোট নিয়ে একটি দল একটু একটু কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) কেরাণীগঞ্জের কোনাখোলায় নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় জামায়াত আমির বলেন, ‘আমরা যেদিকে আগাতে যাই, তারা আমাদের আগাতে দেয় না। জুলাই সংস্কার প্রস্তাবের জন্য গণভোটের কথা উঠার পর বলেছে গণভোট আবার কীসের। এরপর ঠ্যালা খেয়ে বললো জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করতে হবে। এখন আবার বলে গণভোট মানি না। এখন জনগণ জবাব চাওয়ার পর গণভোট নিয়ে কথা বলছেন একটু একটু। এটাকেই বেলে ঠ্যালার নাম বাবাজি।’
তিনি আরও বলেন, ‘চাঁদাবজি, দখলবাজি, মায়ের গায়ে হাত তোলা জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না। জুলাই না হলে ২৬-এ নির্বাচনই হতো না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান দেখিয়েই ২৬ এর নির্বাচন করতে হবে। আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ব্যাংক ডাকাত মুক্ত করে ছাড়বো।’
গুপ্ত রাজনীতি প্রসঙ্গে বলেন, ‘অনেকে আমাদের গুপ্ত-সুপ্ত অনেক কিছু বলে, অথচ তারা নিজেরাই গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর।’
তারুণের প্রত্যাশা সম্পর্কে বলেন, ‘আমরা অপমানজনক বেকার ভাতা হাতে তুলে দিবো না। যুবসমাজের ন্যায় বিচার চেয়েছিল। সেই বিচার দিতে পারেনাই বলে একজন পালিয়ে গেছে। যুবসামাজ বেকার ভাতার জন্য মিছিল করে নাই।’
সবশেষে বলেন, ‘আল্লাহ না করুক তারা নির্বাচনে যদি জিতে যায় তাহলে একজন মা-ও ইজ্জত নিয়ে ঘর থেকে বের হতে পারবেন না।’
