আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খাঁনের পক্ষে ইসলামী আন্দোলনের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আলফাডাঙ্গা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম বাজারে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পীর সাহেব চরমোনাই সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল বাসার খাঁনের (ফুটবল মার্কা) সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা শাখা এই সভার আয়োজন করে।

‘ইনসাফ কায়েমের লড়াইয়ে ফুটবল মার্কায় ভোট দিন’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল বাসার খাঁন বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে সৎ ও আল্লাহভীরু নেতৃত্বের অভাবে কষ্ট পাচ্ছে। আমি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষায় সকলকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

বক্তারা আগামী নির্বাচনে ফুটবল মার্কার পক্ষে গণসংযোগ জোরদার করার এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই উঠান বৈঠকটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *