আলফাডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সেনাবাহিনীর টহল অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি দল সন্দেহভাজন চলাফেরার ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আলাল সিকদার (২৬) নামে এক যুবককে আটক করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খায়ের হাট গ্রামের মৃত সেকেন সিকদারের ছেলে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে একই গ্রামের ইসরাফিল সিকদার (২৮), পিতা—লিয়াকত সিকদারকে আটক করা হয়। উভয় আসামিই কাশিয়ানী থানার খায়ের হাট এলাকার বাসিন্দা।
আটকের পর সেনাবাহিনী আটককৃতদের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করে। এ ঘটনায় থানায় মামলা নং–০৮, তারিখ ২৪/০১/২০২৬ ইং, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৩৬(১) সারনির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান,
“উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *