দুই দশক পর আজ রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বরণে বন্দরনগরীতে চলছে বিএনপির কর্মীদের ব্যাপক প্রস্তুতি।

রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে হবে জনসভা। স্থানীয় নেতাদের দাবি, জনসমুদ্রে রূপ নেবে সমাবেশ।

শেষবার ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান।

নেতাকর্মীরা জানান, পলোগ্রাউন্ডে হবে জনসভা, চলছে তারই প্রস্তুতি। মাঠের দক্ষিণ প্রান্তে তৈরি হচ্ছে ১০০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ। নেতাকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার আর ফেস্টুনে ঢেকে গেছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়।

প্রস্তুতি তদারকিতে থাকা নেতারা বলছেন, নেতাকে বরণে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। এবার মুক্ত পরিবেশে সেই সুযোগ মিলেছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মাঝেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে ধারণা করছেন নেতারা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *