ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

জানা যায়, এই প্রতীকই চেয়েছিলেন তাসনিম জারা। ঢাকা-৯ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি। বাকি ১১ জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে ঢাকা–৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, তাকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকে ভোট দিতে হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর আজ পাওয়া গেছে।

তিনি বলেন, আগামীকাল থেকে তার নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিই তার নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি হবে।

এ সময় তিনি ঢাকা–৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা চান।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *