শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। এবার বিজয় দিবসকে উৎসব মুখর করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। “বিজয় দিবস আমাদের জাতির জন্য অনন্য দিন“ ১৯৭১ সালে ৯মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে অর্জিত বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়েও মহা ধুমধাম ও যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি হিসাবে সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।
জাতি, ধর্ম, রাজনৈতিক মতপার্থক্য ভুলে সমগ্র জাতি যেন একাকার হয়ে আনন্দের বন্যায় ভাসছিল এবারের বিজয় দিবসে। সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, বানিয়াচং প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম‘র সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেল কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, উপজেলা স্ব্যাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার, খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুল আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসাণ কর্মকর্তা হাসিবুল হাসান শিপন, পরিসংখ্যান কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মোঃ রেজাউর উল্লাহ্, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার শাওন, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্তরের সুশীল সমাজসহ বিভিন্ন সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংঘঠন সচেতন নাগরিক ক্লাবের বছর ব্যাপী ১০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধধন ও ৫৪ তম মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।