সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোদাচ্ছের শাহ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের পরিচালনায় দোয়া পূর্ববর্তী স্মরণ সভায় বক্তব্য রাখেন, রফিকুল আলম, মুস্তাফা মাহমুদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ,ক্রীড়া সম্পাদক সাফায়ত উল্লাহ, জাহাঙ্গীর আলম রুপু, মজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীর আলম সিআইপি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইরফানুল ইসলাম, নির্বাহী সদস্য মেহেদি রুবেল, আশিকুর রহমানসহ প্রবাসী কমিউনিটি নেতা শহিদুল্লাহ, হুমায়ুন কবির সুমন, হাসেম উদ্দিন, এরশাদ কন্ট্রাক্টর , সেলিম আজাদ মুন্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা সাধারণত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব, নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা এবং প্রবাসীদের কল্যাণে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
