বান্দরবানে নতুন বছরের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : নতুন বছরের শুরুতেই বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। ১লা জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেন শিক্ষকরা।

এসময় নতুন বছরের বিভিন্ন বিষয়ের বই প্রদান করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছস্বিত শিক্ষার্থীরা। বছররের প্রথমদিনে সম্পূর্ণ বই পেয়ে খুশি অনেকেই । জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্যমতে, বান্দরবান জেলায় ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বরাদ্ধের প্রেক্ষিকে ৩ লক্ষ ৪১ হাজার ৯৪টি বই পাওয়া গেছে অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তয় শ্রেণি পর্যন্ত ৭হাজার ৮৩১ শিক্ষার্থীর মাঝে ১৭হাজার ৮৭৫টি বই বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ইবতেদায়ী,দাখিল,মাধ্যমিক, ইংরেজি ভার্সন,ভোকেশনালে এই পর্যন্ত ৫লক্ষ ২৮ হাজার ৭১৯টি বই বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *