বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন তার আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা।
বুধবার (৩১ ডিসেম্বর) ৯টা ২০ মিনিট নাগাদ বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো তার বাসভবন ফিরোজায় নেওয়া হয়।
এসময় তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মায়ের কফিনের পাশে দোয়ার বই হাতে দোয়া পড়তে দেখা যায়।
বেগম খালেদা জিয়াকে ফিরোজা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ নেওয়া হবে। সেখানে মানিক মিয়া অ্যাভিনিউয়ে হবে তার জানাজা। তারপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে।
