রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-পরবর্তী সময়ে এই বিজয় দিবস উদযাপন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির সূর্যসন্তান মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতার সেই ক্ষণ যেন আমাদের ফিরিয়ে নিয়ে যায় ১৯৭১-এর রক্তঝরা দিনগুলোতে যেখানে অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল লাল-সবুজের পতাকা। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে মহান বিজয়ের ঐতিহাসিক তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের আদর্শ এবং স্বাধীনতার মূল দর্শন তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিজয় দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়; এটি আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিমেড ট্রেডার্স গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন মোঃ হাকিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নাসির উদ্দিন ও মনির হোসেন। সভাপতির বক্তব্যে ইমন মোঃ হাকিম বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি ও প্রেরণা। এই চেতনাকে ধারণ করেই রেডিমেড গার্মেন্টস খাতকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই খাত যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, ভবিষ্যতেও তা আরও জোরদার করতে হবে।” তিনি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং দেশ ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহেদ উদ্দিন চৌধুরী, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আলতাফ হোসেন, মোঃ নুরুল আমিন প্রধান, মোঃ শামিম আহমেদ, মোঃ দুলাল সরকার, মোঃ ফারুক এবং মোঃ আতিক মামুন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রেডিমেড গার্মেন্টস শিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাহমুদ, আকতার, জাহিদুল ইসলাম, সনির হোসেন, শাকিল, মুহাদ, নয়ন, মহিউদ্দিন, শামিম, শামিম মৃধাসহ রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। উপস্থিত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বক্তারা বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ ও প্রবাসে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে একটি শক্তিশালী, আধুনিক ও দায়িত্বশীল রেডিমেড গার্মেন্টস শিল্প গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মহান বিজয় দিবসের এই আয়োজন যেন নতুন করে শপথ নেওয়ার উপলক্ষ মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে আগামীর বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও মর্যাদাশীল করে গড়ে তোলার।
