আমিরাতে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী টেলিভিশন ২১ পদার্পণ উদযাপন করা হয়েছে হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে টেলিভিশনের কাছে প্রবাসীদের আকাঙ্খা তুলে ধরা হয়।

প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা ও প্রবাসীদের হাসি-কান্না বৈশাখী টেলিভিশনে প্রচারের অঙ্গীকার নিয়ে ২৭ ডিসেম্বর আমিরাতের শারজায় সংযুক্ত আরব আমিরাতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) শারজার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমান , বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোদাচ্ছের শাহ , বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, রাজনীতিবিদ আমিরুল ইসলাম এনাম , মোস্তাফা মাহমুদ , এমরান আহমদ সিআইপি , নওয়াব সিরাজ, মজিবুর রহমান মঞ্জু, শাহীনুর শাহীন, শাহদাত হোসেন সুমন, জসিম সিআইপি , জাহাঙ্গীর আলম সিআইপি, বদিউল আলম, হাকিম মুহাম্মদ এনাম, ইঞ্জিনিয়ার শহিদ, আল মামুন, প্রেসক্লাবের সহ-সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, মেহেদি রুবেল, মীর মহিউদ্দিন, জুনেদ আহমদ, আহসান উল্লাহ বাবু, মাওলানা নাসির, জবরুল, সাংবাদিক সায়েম, রানা, মোশাররফ, মুহাম্মদ উসমান, শহিদুল্লাহ, মুহাম্মদ হাশেম, আরিফুল ইসলাম, রাশেদসহ আমিরাতে নিযুক্ত বাংলাদেশি কূটনৈতিক, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন গত দুই দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বিশেষ করে সম্প্রতি প্রবাসীদের সমস্যা ও সাফল্যের কথা তুলে ধরতে এই চ্যানেলটি অগ্রণী ভূমিকা পালন করছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমানসহ অতিথিরা কেক কেটে উদযাপন করেন টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী।

অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান ও লোকসংগীতের মূর্ছনায় প্রবাসীরা কিছুক্ষণের জন্য নাড়ির টানে ফিরে যান বাংলাদেশে।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের আমিরাত প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহীন ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও অনুসন্ধানী ও জনকল্যাণমূলক সংবাদ প্রচারের আহ্বান জানান।

পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *