শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

শহীদ শরিফ ওসমান হাদি ও  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কবর জিয়ারত শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য তারেক রহমান দোয়া ও মোনাজাত করেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গারিবহর।

এদিকে হাদির কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন।

এরপর তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে জানানো হলেও পরে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত রয়েছেন।

এ ছাড়া তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তাৎব্যবস্থা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *