২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী

বাসুদেব বিশ্বাস, বান্দরবান :বর্ণাঢ্য আয়োজনে ২৬ ডিসেম্বর বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গন সেজেছে নতুন সাজে। সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫এর সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ জানান,সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সকল প্রস্তুুতি প্রায় সম্পন্ন হয়েছে।

২৬ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে নানা আয়োজনে সরগরম থাকবে কলেজ প্রাঙ্গন। তিনি আরো জানান, ২৬ ডিসেম্বর সকাল ৮টায় রেজিষ্ট্রেশনকৃত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি ও গিফট কূপন বিতরণ, সকাল/বিকাল স্ন্যাক্স কূপন, লাঞ্চ কূপন বিতরণ। সকাল ৯টায় পবিত্র ধর্মীয়গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, শপথ পাঠ। সকাল ৯টা ২০ মিনিটে অতিথিদের বক্তব্য, ১০টা ৩০ মিনিটে শিক্ষক ও গুণীজন সম্মাননা প্রদান, দুপুর ১টায় নামাজের বিরতি ও দুপুরের খাবার, বিকেল ৩টা ৩০মিনিটে র‌্যাফেল ড্র এর কূপন, বিকেল ৪টায় নামাজের বিরতি, বিকেল ৪টা ১৫মিনিটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য (শুধুমাত্র মেয়েদের জন্য) ফানি গেমস। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, রাত সাড়ে ৮টায় আর্ক ব্যান্ডের পরিবেশনা, রাত ১০টায় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ঘোষণা ও র‌্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণী, রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান এর সমাপ্তি হবে। বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫এর আহ্বায়ক মোঃ আবদুল্লাহ আল মামুন চৌধুরী জানান,বান্দরবান সরকারি কলেজে এই প্রথমবারেরমত সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে আর এই আয়োজনকে প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *