November 14, 2024, 7:36 am
সর্বশেষ:
বেনাপোলে কলেজ ছাত্রী অপহরনসহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার চট্টগ্রাম নগরীর ডেল্টা হসপিটালের ডক্টর’স চেম্বারের ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে জেলা বিএনপি’র জনসমাবেশ প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির শরণখোলায় তিন মাসের শিশু চুরির চেষ্টা প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা সাতক্ষীরায় হার্ট ফাউন্ডেশনের মালিক ডা. ফয়সালের বিরুদ্ধে নারী রোগীকে জুতা দিয়ে পিটানর অভিযোগ বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন

বান্দরবানে এপেক্স ক্লাবের জয়েন্ট সার্ভিস প্রজেক্ট

  • Last update: Saturday, November 9, 2024

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে এপেক্স ক্লাব এর জয়েন্ট সার্ভিস প্রজেক্ট এর সামাজিক কার্যক্রম হিসেবে এতিমখানার শিশুদের জন্য কম্বল, চাউল ও একটি রেফ্রিজারেটর প্রদান করা হয়েছে।

৯ নভেম্বর (শনিবার) দুপুরে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব নীলাচল, নুুরুল হক চৌধুরী ফাউন্ডেশন, মো.আজহার হোসেন এর যৌথ উদ্যোগে এই জয়েন্ট সার্ভিস প্রজেক্ট এর কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় প্রথমে বান্দরবান পৌরসভার বালাঘাটা ওছমান বিন আফ্ফান (রা:) হেফজখানা ও এতিমখানার শিশুদের জন্য একটি রেফ্রিজারেটর প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে ওছমান বিন আফ্ফান (রা:) হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ রশিদ আহমদ রেফ্রিজারেটরটি গ্রহণ করেন।

পরে বান্দরবান পৌরসভার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের কম্বল ও চাউল প্রদান করে এপেক্স ক্লাব এর সদস্যরা। এসময় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো.আব্দুল সোবাহান উপস্থিত থেকে শিশুদের হাতে এই সামগ্রী তুলে দেয়।

এসময় এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন এলজিপি এনপি, এপেক্সিয়ান রহুল মঈন চৌধুরী (অতীত সভাপতি ), এপেক্সিয়ান নুরুল আমীন চৌধুরী (জাতীয় সেবা পরিচালক, এপেক্স বাংলাদেশ) , এপেক্সিয়ান নাসিম আহম্মেদ (সি সি এসি পি ডি জি-৭) , এপেক্সিয়ান কামাল পাশা (পিপি জি -৩), এপেক্সিয়ান আদনান হোসেন অনি (এন ইডি,এপেক্স বাংলাদেশ ), এপেক্সিয়ান মোজাম্মেল হক (সভাপতি, বান্দরবান ক্লাব) সহ এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব নীলাচল এর বিভিন্ন সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এতিমখানার শিশু শিক্ষার্থী এবং মসজিদের ইমামরা এসময় উপস্থিত ছিলেন।

এপেক্স ক্লাব এর জয়েন্ট সার্ভিস প্রজেক্ট এর সামাজিক কার্যক্রম পরিচালনাকালে এপেক্সিয়ান নুরুল আমীন চৌধুরী (জাতীয় সেবা পরিচালক,এপেক্স বাংলাদেশ) বলেন, এপেক্স ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন । এই ক্লাবের মুল উদ্যাশো হলো সাধারণ জনগণের সেবা করা। এই ক্লাব এর সদস্যরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এসময় এপেক্সিয়ান নুরুল আমীন চৌধুরী আরো বলেন, বান্দরবানে এপেক্স ক্লাব বান্দরবানের ৭টি উপজেলার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ক্লাবের সদস্যরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC