বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনা জোনের উদ্যোগে সহায়তা প্রদান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবানে বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সেনা জোনের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার বিহার ঘর নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, সদর জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোনাল স্টাফ অফিসার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পাড়া থেকে আগত সুবিধাভোগীরা। এসময় সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিক ভাবে অনুদান হস্তান্তর ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপকারভোগীরা।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *