মহান বিজয় দিবসে শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে নিজের নামে জায়গা করে নেয়। দিবসটি উপলক্ষে সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গণকবরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ জাফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *