তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অবৈধভাবে ট্রাকে করে বাঁশ এবং পিকআপ যোগে কাঠ বোঝাইকালে বনবিভাগ অভিযান চালিয়ে দুটি গাড়ী মালামালসহ জব্দ করেছে। জব্দকৃত কাঠ ও বাঁশ এবং গাড়ী দুটি মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। এব্যাপারে বৃহস্পতিবার বন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কুলাউড়া রেঞ্জ কার্যালয় সুত্রের বরাতে জানা গেছে, গত ২ দিনে কুলাউড়া উপজেলার হিংগাজিয়া এলাকা থেকে বেতুয়া প্রজাতীর বাঁশভর্তি একটি ট্রাক এবং পুষাইনগর এলাকা থেকে একাশি জাতের কাঠসহ পিকআপ গাড়ি জব্দ করেন বন বিভাগ। এছাড়াও পূর্ব ট্রাট্রিউলি থেকে একাশি জাতের কাঠ ভর্তি পাওয়ার টিলার জব্দ করা হয়।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল আহাদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে গাজীপুর বিট কর্মকর্তা আরিফুর রহমানসহ কুলাউড়া রেঞ্জের অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।