ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল (সংকটজনক) বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান (বিভাগীয় প্রধান নিউরো সার্জারি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হাসান বলেন, ‘সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। খারাপ বলতে খুবই ক্রিটিক্যাল (সংকটময়)। ওনাকে আমরা ব্যাপারে কোনো আশার কথা বলবো না।’
তিনি বলেন, ‘আমরা ওনাকে নিয়ে আশা ছাড়ি নাই। আমরা যখন অপারেশনের প্লান করছি, তখন ওনার ভাই বলছিল যদি ওনি বেঁচে নাও থাকেন তবুও করেন। অপারেশেনের সময় অ্যানেস্থেশিয়ার চিকিৎসকরাও জানিয়ে ছিলেন ওনার নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াটা ছিল। ওনি এখনো বেঁচে আছেন। এর মধ্যে ওনার দুইবার কার্ডিয়াক এরেস্ট হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রোগীর (ওসমান হাদির) ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। ওনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছেন। কিন্তু এখনো বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
