ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। বর্তমান সময়কে কাজে লাগিয়ে নিজেকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বিভিন্ন দেশে বসবাসরত ইসলামী ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে ভাদেশ্বর ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে স্বৈরাচারের পতন পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট ইবনে সীনা হাসপাতাল এর চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান।
সোমবার (৭ অক্টোবর) অনলাইন সভায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মু. আব্দুল আলী এবং ভাদেশ্বর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মাদ দেলাওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য সিলেট মহানগরীর নায়বে আমীর মাওলানা সোহেল আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ জামাল ।
সভা থেকে ছাত্র-জনতার বিপ্লবে হতাহতদের স্মরণ ও দোয়া করা হয়। দেশকে নতুনভাবে গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা৷
উক্ত আলোচনা সভায় ভাদেশ্বর ইউনিয়নের দেশ ও প্রবাসের বিভিন্ন দেশ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।