খালেদা জিয়াকে দেখে ধানমণ্ডিতে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে ধানমণ্ডিতে মায়ের বাসায় যান ডা. জুবাইদা রহমান। এর আগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেই শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি। সকাল পৌনে ১১টার দিকে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি হাসপাতালে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে তার গাড়িবহর হাসপাতালে পৌঁছে সিসিইউ ইউনিটের সামনে থামে। সেখানে কিছু সময় বেগম খালেদা জিয়ার পাশে অবস্থান করেন তিনি।

হাসপাতাল থেকে বের হয়ে দুপুরে ধানমণ্ডিতে মায়ের বাসায় যান ডা. জুবাইদা। বেলা ৩টার কিছু আগে তিনি সেখানে পৌঁছান। বিষয়টি দলীয় সূত্র এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *