বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী ক্রীড়া উৎসব।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে ক্রীড়া উপ-কমিটির আয়োজনে উৎসবের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫-এর ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম বাবুল, ক্রীড়াবিদ রফিকুল আলম মামুন, পরিষদের আহ্বায়ক মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। পাশাপাশি নবীন ও প্রবীণ খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয় ক্রিকেট, ফুটবল, মিউজিক্যাল চেয়ার, ব্যাডমিন্টন, লুডুসহ নানা ইভেন্ট।
এদিকে, দীর্ঘ ৫০ বছর পর কলেজ প্রাঙ্গণে এমন আয়োজনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলোয়াড় ও আয়োজকরা। শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে মনে করছেন তারা।
সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫-এর সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ জানান, “মাসব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষ করে আগামী ২৬ ডিসেম্বর কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তীর দিনব্যাপী আয়োজন। আর সেদিন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন সম্মাননা প্রদানের পাশাপাশি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।”
তিনি আশা প্রকাশ করেন, কলেজে অধ্যায়ণরত শিক্ষার্থীদের পাশাপাশি প্রবীণ শিক্ষার্থীদের সমন্বয়ে এই আয়োজন ক্রীড়াক্ষেত্রে আরও গতিশীলতা বৃদ্ধি করবে।
