আজিজুর রহমান দুলালঃ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবসমাজ উলামায়ে মাশায়েখগণের আয়োজনে আলফাডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার নিতেশ নারায়ণ রানের বিচারের দাবিতে স্লোগান দেয় মুসল্লীরা। এসময় মিছিলে হাজারো তাওহীদি জনতা, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষার্থীসহ সর্বসাধারণ অংশ নেয়।
সাবেক পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টুর সভাপতিত্বে মওলানা তামিম আহমেদের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্বওমী ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম,ক্বওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম। মাওলানা আজিজুল্লাহ সাহেব, মাওলানা আমিনুল্লাহ,মাওলানা আমিরুল ইসলাম। মাওলানা আজিজুল্লাহ সাহেব, সহ-সভাপতি মুফতি কুতুবউদ্দিন ফরিদি,এলডিপির ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জামাতে ইসলামির নেতা মাওলানা হুসাইন আহমেদ,বিএনপির নেতা মোঃ নুরুজ্জামান খসরু প্রমূখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশ্বের নেতা ও নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অপমান মুসলমানরা মেনে নিবে না। বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন।
এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা। এসময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই ভারত থেকে বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। অথচ ভারতেই সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।