আজিজুর রহমান দুলাল, ফরিদপুর: “সমবায় শক্তি, সমবায় মুক্তি”—এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিনি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধি, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং সমবায়ীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট, সমবায় কার্যালয়, আলফাডাঙ্গা এ কর্মশালা পরিচালনা করে। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। কৃষি উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম বাংলা সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ। এ ছাড়া বক্তব্য দেন সমিতির রিজিওনাল ম্যানেজার কুতুবউদ্দিন আহম্মেদ পলাশ।
প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “সমবায় দেশের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার অন্যতম মাধ্যম। সুশাসন, স্বচ্ছতা ও নিয়ম মেনে পরিচালিত হলে সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সমবায়ের বিস্তারে সরকারি নীতিমালা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়ন করতে হবে। সমবায়ই পারে জনগোষ্ঠীকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে।”
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা সমবায় আইন ও বিধিমালা, হিসাব-নিকাশ, ব্যবস্থাপনা পদ্ধতি এবং মাঠপর্যায়সমূহে সমবায় কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
