ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিনকে অফিসার্স ক্লাবের উদ্যোগে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নবাগত ইউএনও জালাল উদ্দিন এর আগে পরিবেশ অধিদপ্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চরভদ্রাসনে যোগদানকে তিনি দায়িত্ব ও সেবার নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার। এসময় বক্তব্য রাখেন— জাইকার প্রতিনিধি মঞ্জুর সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিবির কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান। এছাড়া উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন রবিউল ও আবু হানিফ সিদ্দিক, উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ, আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তার। নবাগত ইউএনও জালাল উদ্দিন তার বক্তৃতায় চরভদ্রাসনের সার্বিক উন্নয়ন, সুশাসন, সেবা নিশ্চয়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকল সরকারি দপ্তরের সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে তাঁর হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
