এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরে বর্ধিত হারে মাশুল আদায়ের বিরোদ্ধে রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া এক মাসের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করায় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে ৪১ শতাংশ হারে বাড়ানো মাশুল (ট্যারিফ) পুনরায় আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়।
এতে বলা হয় ট্যারিফ আদায়ে হাইকোর্টের ৩০ দিনের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করেছে। ফলে পূর্বের সিদ্ধান্ত অনুসারে সব ধরনের বর্ধিত ট্যারিফ আদায় কার্যকর থাকবে। বিষয়টি চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক নিশ্চিত করেছেন। গত ২০ অক্টোবর বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি (বিএমএলএস) নতুন ট্যারিফ কাঠামোকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। পরে ৯ নভেম্বর হাইকোর্ট ট্যারিফ বাস্তবায়ন এক মাসের জন্য স্থগিত করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল জারি করে। বিএমএলএস সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের জানান, আপিল বিভাগের একটি বেঞ্চ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে মোট ৫২টি সেবা খাতে মাশুল আদায় করা হয়।
এর মধ্যে সম্প্রতি ২৩টি খাতে মাশুল বাড়ানো হয়েছে ৪১ শতাংশ হারে। গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি হয়। ব্যবসায়ীদের আপত্তির মুখে নৌপরিবহণ উপদেষ্টার হস্তক্ষেপে এটি এক মাস পিছিয়ে দেওয়া হলেও ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে নতুন ট্যারিফ কার্যকর করা হয়। এরপর বন্দর ব্যবহারকারীরা আদালতে যান। বর্ধিত ট্যারিফ অনুযায়ী, সবচেয়ে বেশি মাশুল বেড়েছে কনটেইনার পরিবহন খাতে। প্রতি ২০ ফুট কনটেইনারে আগের ১১ হাজার ৮৪৯ টাকার সঙ্গে আরও ৪ হাজার ৩৯৫ টাকা যুক্ত হওয়ায় নতুন মাশুল দাঁড়িয়েছে ১৬ হাজার ২৪৩ টাকা—গড়ে ৩৭ শতাংশ বৃদ্ধি। আমদানি কনটেইনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রফতানিতে ৩ হাজার ৪৫ টাকা মাশুল বাড়ানো হয়েছে। প্রতিটি কনটেইনার ওঠানামায় বাড়তি প্রায় তিন হাজার টাকা দিতে হবে। কনটেইনারের প্রতি কেজি পণ্যের মাশুলও বেড়েছে ১ টাকা ২৮ পয়সা থেকে ৪৭ পয়সা বাড়িয়ে। এ ছাড়া জাহাজের ওয়েটিং চার্জ বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৯০০ শতাংশ পর্যন্ত। নির্ধারিত সময়ের বেশি অপেক্ষায় ১২ ঘণ্টার জন্য ১০০ শতাংশ, ২৪ ঘণ্টায় ৩০০ শতাংশ, ৩৬ ঘণ্টায় ৪০০ শতাংশ এবং এরপর অতিরিক্ত ৯০০ শতাংশ পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে। জাহাজের পাইলটিং চার্জ নির্ধারণ করা হয়েছে ৮০০ মার্কিন ডলার এবং প্রতিবার টাগ সার্ভিস চার্জ ৬ হাজার ৮৩০ ডলার পর্যন্ত।
