আল্লাহ ও রাসূল (সা.)-কে কটূক্তি: বাউল আবুল সরকারের ফাঁসির দাবি—আলফাডাঙ্গায় উলামায়ে কেরামের প্রেস ব্রিফিং

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে তীব্র প্রতিবাদ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী ‘তাওহীদি জনতা’র বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উলামায়ে কেরাম ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বক্তারা আবুল সরকারের কটূক্তিমূলক বক্তব্যের কঠোর নিন্দা জানান এবং বলেন, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো নিন্দনীয় অপরাধের জন্য তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।

সংবাদ সম্মেলনে দুইটি প্রধান দাবি উপস্থাপন করা হয়:
১. আল্লাহ ও রাসূল (সা.)-কে অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি—অবিলম্বে কার্যকর করতে হবে।
২. কটূক্তির প্রতিবাদে আন্দোলনকারী তাওহীদি জনতার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত ও নিঃশর্তে প্রত্যাহার করতে হবে।

আলফাডাঙ্গা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মিঠাপুর মাদ্রাসার মহাতামিম মুফতি মাওলানা সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন আলফাডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম কুতুব উদ্দিন আহমেদ ফরিদীসহ উলামা পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *