দক্ষিণ থাইল্যান্ডে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখলা প্রদেশে একা ১১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত। খবর এএফপির।
এই সপ্তাহে দক্ষিণাঞ্চলে আঘাত হানা প্রবল বন্যা বিশেষ করে মালয়েশিয়া সীমান্তবর্তী হাত ইয়াই জেলাকে বিপর্যস্ত করে তুলেছে। বিশাল এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় বহু মানুষ ঘরের ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, তাদের মর্গ ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।
বন্যা ত্রাণ অপারেশন সেন্টারের পরিচালক প্যারাডর্ন প্রিসানানান্টাকুল বলেন, “আমরা এখন পুনর্বাসন কার্যক্রম শুরু করছি। যত দ্রুত সম্ভব শহরগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
সরকারি তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ইতোমধ্যে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টানা ভারী বর্ষণে কিছু অঞ্চলে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
