চট্টগ্রামের রাউজান উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ‘রাউজান প্রবাসী ঐক্য পরিষদ’ (UAE) এর আহবায়ক মুহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিণী জাহানারা বেগম পিংকি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। সোমবার (২৬ আগস্ট) ভোর ৫টায় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়। এতোদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
মরহুমার স্বজনের সাথে কথা বলে জানা যায় জাহানারা বেগম পিংকির লাশ হাসপাতাল থেকে আগামীকাল মঙ্গলবার সকালে গ্রামের বাড়ি রাউজান পৌরসভায় ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়্যদ আহাম্মদ চৌধুরীর বাড়িতে নিয়ে আসা হবে।
সেখান থেকে সকাল ১০টায় পৌরসভার ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।