বান্দরবানে নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের সম্মাননা প্রদান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক মামলা, হামলা, জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সম্মান জানাতে বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭নভেম্বর) বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে জেলার সকল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নির্যাতিত ও হয়রানির শিকার শতাধিক মামলার ৭৫০ নেতাকর্মীকে ক্রেষ্ট ও স্মারক উপহার দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্রকে স্তব্দ করে রাখা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে অব্যাহত হয়রানি, গুম-খেলা, মিথ্যা মামলা ও দমন-পীড়ন। সেই কঠিন সময়ে যারা দলকে আঁকড়ে ধরে রাজপথে থেকেছেন, তাদের ত্যাগ-সাহস ও অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ভোট দেবে। ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী কঠিন সময়ে আমাদের পাশে থেকে সাহস যোগিয়েছেন। তিনি নির্বাচিত হলে বান্দরবানের উন্নয়ন, শান্তি ও অধিকার রক্ষায় অতীতের অন্যান্যেদের চেয়েও বেশি কাজ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *