এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রবেশন অধ্যাদেশের কার্যক্রম জোরদারে উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সিএমএম কোর্টের প্রবেশন কার্যালয়ের উদ্যোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কাজী মিজানুর রহমান।
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে অতিরিক্ত সিএমএম সরকার হাসান শাহরিয়ার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল, মো. আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মোস্তফা ও নুসরাত জাহান জিনিয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর নাছিমুল আবেদীন চৌধুরী, আয়েশা আক্তার সানজি, মো. খুরশেদুল আলম, শাহেদুল হক শাহেদসহ চট্টগ্রামের উপজেলা সমাজসেবা অফিসাররা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।
প্রশিক্ষণের শুরুতে সিএমএম কোর্টের প্রবেশন অফিসার মনজুর মোরশেদ জানান, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে প্রবেশন মামলা ছিল মাত্র দুটি, বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭১৭টি। তিনি এ অগ্রগতির জন্য সিএমএম কাজী মিজানুর রহমানসহ বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান প্রশিক্ষক কাজী মিজানুর রহমান বলেন, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের এক সার্কুলার ও মতি মাতবর বনাম রাষ্ট্র মামলার রায়ের পর সারা দেশে প্রবেশন আদেশের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজেট ও জনবল সংকট থাকা সত্ত্বেও প্রবেশন অফিসার ও বিচারকদের সমন্বিত প্রচেষ্টায় প্রবেশন কার্যক্রম দ্রুত বিস্তৃত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক মো. ফরিদুল আলম বলেন, চট্টগ্রামে প্রবেশন কার্যক্রম এখন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে আলোচিত। তিনি এ কার্যক্রমকে দৃশ্যমান ও কার্যকর করার জন্য সিএমএমকে ধন্যবাদ জানান।
