সংযুক্ত আরব আমিরাতে ঈদ আল ইত্তেহাদের ৫৪তম আয়োজন উপলক্ষে বিভিন্ন আমিরাত সরকারি কর্মীদের জন্য ছুটির ঘোষণা দিয়েছে। জাতীয় দিবস হিসেবে পালিত এ উৎসব উপলক্ষে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির সময়সীমা আমিরাতভেদে ভিন্ন হবে।
দুবাই
দুবাই সরকার ঘোষণা করেছে, সরকারি কর্মীরা ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ছুটি পাবেন। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে তারা মোট চার দিনের ছুটি উপভোগ করবেন।
তবে যেসব সরকারি সংস্থা শিফট ভিত্তিক কাজ করে, সরাসরি জনসেবা প্রদান করে বা জনসেবা সুবিধা পরিচালনা করে—তাদের এ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এসব সংস্থাকে তাদের কার্যক্রম বজায় রেখে প্রয়োজন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণের অনুমতি দেওয়া হয়েছে।
শারজাহ
শারজাহতে সরকারি কর্মীরা আরও দীর্ঘ ছুটি পাবেন। আমিরাতটিতে কর্মীদের সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবার ও রবিবার হওয়ায় ১ ও ২ ডিসেম্বরের ছুটির সঙ্গে মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন তারা।
শারজাহর সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও এই কারণে দীর্ঘ ছুটি পাবে, যেখানে অন্যান্য আমিরাতের শিক্ষার্থীরা চার দিনের ছুটি ভোগ করবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের বেসরকারি ও সরকারি স্কুলগুলো ১ ও ২ ডিসেম্বর ছুটি পালন করবে। ৩ ডিসেম্বর (বুধবার) থেকে ক্লাস ও অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
আজমান
আজমান সরকারও ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে সরকারি কর্মীদের জন্য ১ ও ২ ডিসেম্বর ছুটি ঘোষণা করেছে। তারা ৩ ডিসেম্বর (বুধবার) থেকে কর্মস্থলে যোগ দেবেন।
ঈদ আল ইত্তেহাদ উপলক্ষে সারাদেশই জাতীয় দিবসের উচ্ছ্বাসে সাজতে প্রস্তুত, আর এ ছুটি কর্মী, শিক্ষার্থী ও পরিবারদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে।
