চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে বিবিসিসিআই-এর মতবিনিময়

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন অফিসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই সভাপতি রফিক এম. হায়দার। পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ পরিচালক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর হক, সহ-সভাপতি আবুল হায়াত নুরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক ড. মুজিব এম. রহমান, ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল গাফ্ফার, আশিকুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, সাবেক সভাপতি এস. বি. ফারুকসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ওয়াহিদ সিরাজী।

মতবিনিময় সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চল, তথ্যপ্রযুক্তি, পর্যটন, ফাইভ-স্টার হোটেল এবং নবায়নযোগ্য সবুজ জ্বালানি খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় শহর। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিনিয়োগকারীদের এসব খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সভায় বিবিসিসিআই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে। সহযোগিতার অংশ হিসেবে চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালুর ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে দুই পক্ষ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে টেকসই বাণিজ্যিক সহযোগিতা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *