ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাঝকান্দি–বোয়ালমারী–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সেতুর পাশ থেকে প্রায় ৩৪ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এক ভ্যানচালক রাস্তার পাশে পড়ে থাকা কাঠের টুকরো সরাতে গিয়ে ঢালু জায়গায় উপুড় হয়ে থাকা লাশটি দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় যুবক আব্দুস সামাদ শেখ বলেন, “আমি বাজারে যাওয়ার পথে কাঠের টুকরোটি সরাতে গিয়ে লাশটি দেখতে পাই। এরপর স্থানীয়দের জানাই।”

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহতের দেহের মাথার দিকে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. আজম খান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।”

মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে জেলা পুলিশের বিশেষ দল কাজ করছে। ইতোমধ্যে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

বোয়ালমারী থানার এসআই রাজিব আহমেদ বলেন, “এখনো পরিচয় শনাক্ত হয়নি। রোববার মরদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান।”

পুলিশের ধারণা, যুবকের মৃত্যু কয়েক ঘণ্টা আগে হয়েছে। স্থানীয় কেউ নন বলেই মনে করছেন এলাকাবাসী। বয়স আনুমানিক ৩০–৩৫ বছর।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে প্রশাসন জানিয়েছে।

Facebook Comments Box
Share: