চুয়াডাঙ্গায় জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহাম্মদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: নানা আয়োজনে পালিত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর সাহিত্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার বেলা ৩টার দিকে পরিষদের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খান বাবু।

বক্তব্যে তিনি বলেন, “রাজনীতি ও সাহিত্য একে অপরের পরিপূরক। সাহিত্য নিয়ে খুব বেশি চর্চা না করলেও আমার পেশাগত জীবনের সঙ্গে সাহিত্য গভীরভাবে যুক্ত।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে রাজনৈতিক বক্তাদের প্রাধান্য না দিয়ে প্রকৃত সাহিত্যসংশ্লিষ্টদের বক্তব্যের সুযোগ দেওয়ায় তিনি আনন্দিত। এজন্য তিনি সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো. আবু তালেবকে ধন্যবাদ জানান।

পরে তিনি পরিষদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এবং সবসময় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু।

প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা প্রগতিপত্রের সম্পাদক কাজল মাহমুদ এবং বিশেষ আলোচক ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো. আবু তালেব। সঞ্চালনা করেন সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও যুগ্ম সম্পাদক হাসান ইমাম।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *