গণভোটের ‘হ্যাঁ-না’ মানুষ এখনো বুঝে উঠতে পারেনি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—এই সরল বিষয়টিও দেশের মানুষ ঠিকভাবে বুঝতে পারছে না। তাঁর দাবি, পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সাধারণ মানুষের কাছে জটিল এবং শেষ মুহূর্ত পর্যন্তও অনেকে বিষয়টি ধরতে পারবেন না।

আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আইডিইবির মাল্টিপারপাস হলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছে। স্থানীয়-বিদেশি বিশেষজ্ঞরা দীর্ঘ নয় মাস আলোচনা করেছেন। তারা অনেক সংস্কারের কথা বললেও শেষ পর্যন্ত যে প্রস্তাব দিয়েছেন—তা আমাদেরই ঠিকমতো বুঝতে কষ্ট হয়। দেশের সাধারণ মানুষ কীভাবে বুঝবে? মানুষ জানে ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’। এখন সেটি বদলে গণভোট করা হচ্ছে—সেখানে আবার ‘হ্যাঁ’ বা ‘না’ সহ চারটি প্রশ্ন একটি ব্যালটে। এখন পর্যন্ত কেউ বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছে না, শেষ দিনেও বুঝতে পারবে না।”

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “১৫-১৬ বছর ধরে একটি ভয়াবহ দানবীয় সরকার দেশ চালিয়েছে। নিজেদের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়ার দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকেই গুরুত্ব দিয়ে এসেছে।”

সামাজিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলেও প্রশ্ন রাখেন তিনি, “এ দেশে এত মুসলমান, এত মাদ্রাসা-মসজিদ, এত ইমাম-উলামা থাকা সত্ত্বেও এত অন্যায়, দুর্নীতি, চুরি আর অর্থপাচার কেন? মসজিদ নির্মাণে মানুষের যে উৎসাহ দেখি—একজন ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই উৎসাহ কোথায় হারিয়ে যায়?”

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

Facebook Comments Box
Share: