সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রাইজিং স্টার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার (২১ নভেম্বর) দোহায় রুদ্ধশ্বাস লড়াইয়ে সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের তরুণরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ‘এ’ দল তোলে ১৯৪ রান। জবাবে ভারত ‘এ’ দলও ঠিক একই পথ ধরে ২০ ওভারে ৬ উইকেটে করে ১৯৪ রান। ফলে ম্যাচ গড়ায় রোমাঞ্চকর সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ভারত। রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে ভারতের দুই ব্যাটার মাত্র দুই বলেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম বলেই তিনি বোল্ড করেন অধিনায়ক জিতেশ শর্মাকে। পরের বলেই জাওয়াদ আবরারের হাতে ক্যাচ দিয়ে আউট হন আশুতোষ শর্মা।

জয়ের জন্য মাত্র ১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই ইয়াসির আলী রাব্বি আউট হলে একটু শঙ্কা তৈরি হয়। তবে ভারতের সুয়াশ শর্মার করা পরের বলে ওয়াইড থেকে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শেষ দুই ওভারে তাণ্ডব চালান মেহেরাব। তিনি ১৮ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৮* রানের ঝড়ো ইনিংস খেলেন। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন দলের সর্বোচ্চ ৬৫ রান (৪৬ বল, ৩ চার, ৫ ছক্কা)। এই দুই ইনিংসেই ভর করে বাংলাদেশ গড়ে ১৯৪ রানের লড়াকু সংগ্রহ।

ভারতের পক্ষে বৈভব সূর্যবংশী ১৫ বলে ৩৮ এবং প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান করেন।

বাংলাদেশের হয়ে আবু হায়দার ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন। রিপন মন্ডল মূল খেলায় এক উইকেট পেলেও সুপার ওভারের দুই বলে দুই শিকার করে হয়ে ওঠেন ম্যাচসেরা।

Facebook Comments Box
Share: