দুবাই: ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই পুলিশ নতুন অভিযান চালিয়ে ২১০টি মোটরবাইক ও ই-স্কুটার বাজেয়াপ্ত করেছে।
পুলিশ বলেছে, প্রতিক্রিয়াহীন ও ঝুঁকিপূর্ণ চালনার কারণেই এই বড় আয়োজন করা হয়েছে। একই সময়ে ২৭১টি গুরতর ট্রাফিক লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে।
দুবার ট্রাফিক বিভাগ দৃষ্টান্তমূলক এই পদক্ষেপকে রোড সেফটির প্রতি প্রতিজ্ঞার অংশ হিসেবে দেখাচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাতে তাদের এই অভিযান অন্যতম।
পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে — রাস্তায় দায়িত্বশীলভাবে গাড়ি ও স্কুটার চালাতে হবে, যাতে সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়।
