বেনাপোল সীমান্তে বাংলাদেশি যাত্রী ডলার-রিয়ালসহ আটক

বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে দেশে ফেরার সময় শফিউল ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার এবং ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়েছে, যার মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে শফিউল ইসলামকে আটক করা হয়। তিনি ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে আগত ওই যাত্রী কাস্টমস পার হয়ে টার্মিনালের বাইরে আসলে সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে উল্লেখিত বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

আটককৃত শফিউল ইসলামকে জব্দকৃত ডলার ও রিয়ালসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Share: