২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলের জয় তুলে নেয় লাল-সবুজের দল।
এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের কোটি ফুটবলপ্রেমীর মনে। অভিনন্দনের ঢল নেমেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি ফুটবলারদের প্রশংসা করেন।
তারেক রহমান লিখেছেন, “২২ বছর পর ভারতের বিরুদ্ধে আজকের এই জয় আবারও মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা অনেক কিছুই করতে পারি।”
মোরসালিনের প্রারম্ভিক গোল এবং পুরো দলের নিরলস লড়াইয়ের প্রশংসা করে তিনি আরও লিখেছেন, “এই জয় লাখো মানুষের মনে আমাদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশার স্ফুলিঙ্গ জ্বালিয়েছে। আমাদের ফুটবলাররা আজকের তরুণদের অনুপ্রেরণা ও দেশের ক্রীড়া সংস্কৃতির দূত।”
শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের খেলাধুলায় আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে—যেখানে প্রতিভা বিকশিত হবে, স্বপ্নগুলো পূরণের সুযোগ পাবে এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।”
