এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়িয়ে আলোচনায় আসা সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার জারি করা প্রজ্ঞাপনে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়।
তৌহিদুল ইসলাম জানান, তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে ওই তারিখ থেকেই তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।
এর আগে ২ নভেম্বর সিসিসির মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলির জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন। পরে তাদের ‘দ্বন্দ্ব’ খতিয়ে দেখতে ৯ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।
অপরদিকে প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম ৩০ অক্টোবর মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানান, প্রশিক্ষণ শেষে সিসিসিতে যোগদান করতে তাকে বাধা দেওয়া হয়েছে। এর তিন দিন আগে, ২৭ অক্টোবর মেয়র তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেন। কর নির্ধারণে অনিয়ম তদন্তে ‘দায়িত্বে অবহেলার’ অভিযোগে ওই নোটিস দেওয়া হয়।
এর আগে ২৩ অক্টোবর দুদকের একটি দল সিসিসিতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের কর নির্ধারণে অনিয়মের প্রমাণ পায়।
