আলফাডাঙ্গায় গ্যাসের চুলার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গ্যাসের চুলার লিকেজ থেকে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের এনায়েত মন্ডলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

ঘরের ভেতরে তখন উপস্থিত ছিলেন এনায়েত মন্ডল (৩৫) ও রবিউল মন্ডল—উভয়েই মৃত ইদ্রিস মন্ডলের ছেলে; এছাড়া ছিলেন কালন মন্ডল (৬০), পিতা মৃত মোতালেব মন্ডল, এবং মিজানুর রহমান (৩০), পিতা কালন মন্ডল।

হঠাৎ আগুন লেগে গেলে তারা ডাক চিৎকার করলে পাশের লোকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে আলফাডাঙ্গা থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

অগ্নিকাণ্ডে ৪টি টিনশেড ঘরসহ ঘরের মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার কোহিনুর ইসলাম বলেন,

“সম্ভবত গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুন লেগেছে। আমরা দ্রুত পৌঁছাতে পেরেছি বলেই আগুন বেশি ছড়িয়ে ক্ষতি বাড়তে পারেনি।”

Facebook Comments Box
Share: