চট্টগ্রামে মোবাইল মেকানিক আকাশ হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও ৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় মোবাইল মেকানিক আকাশ ঘোষকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মূল আসামি মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) এবং সহযোগী শাকিল আলম ফয়সাল (২৬)।

শনিবার র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাটে মামার বাড়িতে আত্মগোপনে গিয়েছিল। র‌্যাব সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

ইউসুফকে চৈতন্যগলি এবং শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়, যা ঘটনার পর রেয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালায় ফেলে দেওয়া হয়েছিল।

গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় মোবাইল মেকানিক আকাশ ঘোষ (২৬)-কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত আকাশ ওই এলাকার বাসিন্দা ভুলু ঘোষের ছেলে।

র‌্যাব জানায়, কিছুদিন আগে সানি আকাশের দোকানে ১,৫০০ টাকায় মোবাইল মেরামত করান। এর মধ্যে ৩০০ টাকা পরিশোধ করলেও বাকী টাকা দিতে টালবাহানা করছিল। টাকা চাওয়াকে কেন্দ্র করে সানির সঙ্গে আকাশের বিরোধ বাড়তে থাকে। পরে টাকা দেওয়ার কথা বলে সানি আকাশকে ডেকে নিয়ে সহযোগীদের সহায়তায় পরিকল্পিতভাবে খুন করে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, আকাশ হত্যা মামলায় ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। হত্যার পরপরই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। র‌্যাবের গ্রেপ্তার করা তিনজনসহ মোট চারজন এখন পর্যন্ত আটক।

Facebook Comments Box
Share: