এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “তারা পরাজিত শক্তি, তারা নির্বাচন চায় না। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি গত ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছে—কিন্তু একটি দেশবিরোধী মহল সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে।”
শুক্রবার ১৪ নভেম্বর বিকেলে চট্টগ্রামের বাঁশখালী জলদি পাইলট হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। “ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করতে হবে। ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে শ্রমিকদের আয় বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির সাথে যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া বিএনপি নির্বাচিত হলে বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
মরহুম জাফরুল ইসলাম চৌধুরী প্রসঙ্গে আমির খসরু বলেন, তিনি সৎ, যোগ্য, সংগ্রামী ও গণমানুষের নেতা ছিলেন। “ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগে। বাঁশখালী থেকে মিশকাতুল ইসলাম পাপ্পাকে ধানের শীষের পক্ষে বিজয়ী করতে পারলে তার আত্মা শান্তি পাবে।”
স্মরণসভা শুরুর আগে নেতৃবৃন্দ বাঁশখালীর গুণাগরিতে জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত, পুষ্প নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী আসনের বিএনপির প্রার্থী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়া আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম।
