সেলুনের চেয়ারেই মৃত্যুর কোলে ঢলে পড়ল বাঁশখালীর যুবক ফয়সাল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর নিউ মুরিং রোডে সেলুনে চুল কাটতে এসে সেলুনের চেয়ারে বসে অপেক্ষাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মো. ফয়সাল (৩০) নামের এক যুবক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নগরের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড নিউমুরিং রোডের সাত তলার মোড় এলাকার আজমির সেলুনে এ ঘটনা ঘটে। ফয়সালের এমন মৃত্যুতে নিউ মুরিং রোডের ব্যবসায়ী সমাজ, অসংখ্য পেশাজীবি ও শ্রমিক এবং এলাকাবাসী শোকে মুহ্যমান হয়ে পড়ে। ফয়সাল বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব বাঁশখালা গ্রামের মাওলানা ছৈয়দ হোসেনের ছেলে বলে জানা গেছে। সে সিইপিজেডের ভিতর প্যাসিফিক গার্মেন্টসে চাকরি করত।

জানা গেছে, প্রতিদিনকার মত সে তার কর্মস্থলে গিয়েছিল, ছুঠি শেষে বাসায় গিয়ে রাতে স্থানীয় সেলুনে চুল কাটতে এসে কাস্টমারের সিরিয়াল নিয়ে সেলুনের একটি খালি চেয়ার বসে অপেক্ষা করছিল, এমন সময় সবার অজান্তে হঠাৎ তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারেই ঢলে পড়ে তার মাথা। সেলুনের কর্মচারী ও কাস্টমারদের তার হেলে পড়া সন্দেহ হলে দ্রুত তারা তাকে তুলতে গিয়ে দেখেন, ততক্ষনে সে মৃত্যুবরন করেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ফয়সালের পিতা বেপজা জামে মসজিদের পেশ ইমাম, তার বন্ধু-বান্ধব ও ফ্যাক্টরীর সহকর্মিরা এসে তার লাশ গ্রামের বাড়ি বাঁশখালীতে নিয়ে যায়।

আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় বাঁশখালীর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Share: