এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: বাংলাদেশের মানুষ বহুবার গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শক্তি এখনও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাজনীতির নামে সন্ত্রাস, দমন–পীড়ন ও নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পতিত স্বৈরাচারী চক্রকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা দেশের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করার শামিল। এ ধরনের চক্রান্ত রুখে দাঁড়াতে জামায়াত নেতা–কর্মীসহ সাধারণ জনগণ প্রস্তুত আছে। দেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবেই এগিয়ে নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সাতটি গুরুত্বপূর্ণ স্পটে কেন্দ্র ঘোষিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর সাত স্পটে চট্টগ্রাম মহানগর জামায়াতের পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়, নিউমার্কেট মোড়ে কোতোয়ালি থানা আমির আমির হোছাইনের সভাপতিত্বে, আগ্রাবাদ বাদামতলে ডবলমুরিং থানা আমির ফারুকে আজমের সভাপতিত্বে, এ কে খান মোড়ে আকবর শাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে, অক্সিজেন মোড়ে বায়েজিদ থানা আমির মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে, মুরাদপুর মোড়ে পাঁচলাইশ থানা আমির মাহবুবুর হাসান রুমীর সভাপতিত্বে, বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা নায়েবে আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং নতুনব্রিজ এলাকায় বাকলিয়া থানা আমির সুলতান আহমদের সভাপতিত্বে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোতে বিশেষ অথিতি ছিলেন, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম–৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম–৫ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী ও চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ।
দক্ষিণ জেলা জামায়াতের কর্মসূচিঃ দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় সমাবেশে বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দেশ ও জাতি ঐক্যবদ্ধ। অতীতের মতো কোনো দেশবিরোধী চক্রান্ত ভবিষ্যতেও টিকবে না। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে পটিয়া, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বাঁশখালীসহ অন্যান্য উপজেলাতেও জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি পালিত হয়।
