চট্টগ্রাম নগরীর চকবাজারে ৫০টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চলাচলের পথ দখল করে জনগণের ভোগান্তি সৃষ্টি করার দায়ে ৫০টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ফুটপাত দখল করে দোকানের বাইরে মালামাল রাখার অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

চসিক সূত্র জানায়, চকবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এতে জনদূর্ভোগ বেড়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দোকানগুলো অপসারণ করে।

চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *